মে দিবসের এই জনসভার আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এরই মধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় সমাবেশস্থলে পৌঁছাবেন খালেদা জিয়া। শ্রমিক সমাবেশের এ বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এনটিভিকে বলেন, ‘ম্যাডামের বক্তব্যের মধ্যে বাংলাদেশের পেশাজীবী এবং কর্মজীবী মানুষের যে অধিকার, ন্যায্য পাওনা এবং গুম-খুন-নির্যাতন, গুপ্তহত্যা, জঙ্গি নামে যে হামলার বিস্তৃতি এবং বিশেষ করে মন্ত্রিপরিষদের সদস্যের মধ্য থেকেও যে প্রশিক্ষিত জঙ্গিরা বাংলাদেশে আছে এই স্বীকৃতি, রিজার্ভ চুরি এবং সকল অনাচার-অবিচার, দুর্নীতি এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৩০০ মিলিয়ন ডলার জমা রয়েছে ব্যাংকে, বিভিন্ন জায়গায়, সে সম্পর্কিত তথ্য, এগুলোর ওপরে উনি জনগণের কাছে সেগুলোর বিচারের ভার দেবেন।’
মে দিবসে জনসভার আয়োজন করেছে বিএনপি, গণতন্ত্র ফেরত চায় বিএনপি
Share!