Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

চান্দিনায় বইছে নির্বাচনী হাওয়া

চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় বইছে নির্বাচনী হাওয়া।আগামী ৭ মে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। এবার চান্দিনায় ৫২ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত মহিলা পদে ১০৮ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রার্থী লড়ছেন।তবে এর মধ্যে বাড়েরা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা পদে তিনজন এবং সদস্যপদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।২০১ বর্গ কিলোমিটার আয়তন এবং একটি পৌরসভা ও ১৩ ইউনিয়ন নিয়ে গঠিত চান্দিনা উপজেলা। অত্যন্ত ঘনবসতি এ উপজেলার জনসংখ্যা তিন লাখ ৫০ হাজার ২৭৩। নারী-পুরুষ মিলে ভোটার সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৫৬৩। এ সব ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ২৫ প্রার্থী। স্বতন্ত্র ও অন্যান্য মিলে প্রার্থী রয়েছেন ২৭ জন। সাধারণ সদস্য প্রার্থী ৪১৮ এবং সংরক্ষিত মহিলা পদে ১০৮ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।এ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা। হাঁটবাজারে সভা-সমাবেশ আর উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দোয়া চাইছেন ঘরে ঘরে গিয়ে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top