রাজধানীর খিলগাঁওয়ে লাশবাহী অ্যাম্বলেন্সে ডাকাতি হয়েছে। গতরাত প্রায় দেড়টার দিকে শেখের জায়গা নামে স্থানে এ ঘটনা ঘটে।অ্যাম্বুলেন্স থেকে ডাকাতরা নগদ ২৬ হাজার টাকা ও এক থেকে সোয়া লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে নিয়ে যায় । এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সুকুমার সরকার (৫৬) নামে একব্যক্তি গুরুতর আহত হয়েছেন।হাসপাতালে সুকুমারের স্বজন অজয় কুমারের তথ্যমতে, সুকুমারের মা চট্টগ্রামে মারা যান। সেখান থেকে তাঁর লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে তাঁরা টাঙ্গাইলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সঙ্গে আরও একটি মাইক্রোবাসে পরিবারের সদস্যরা ছিলেন। খিলগাঁও এলাকায় দুর্বৃত্তরা আরেকটি মাইক্রোবাসে করে এসে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালায়।অজয় কুমারের দাবী, এসময় দুর্বৃত্তরা নগদ ৫০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক আহত সুকুমারকে হাসপাতালে নিয়ে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
Share!