দুস্থদের আইনি সহায়তা দিতে জাতীয় হেল্প-লাইন কলসেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৬৪৩০ নম্বরে ডায়াল করলে আইনি সহায়তা পাবেন দেশের সব নাগরিক।
অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, দুস্থদের বিনা খরচে এ সেবা দেওয়া হবে। এ ছাড়া তাদের বিনামূল্যে আইনি সেবা দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। মানুষ যাতে সুষ্ঠু বিচার পায়, সে জন্য তাঁর সরকার বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মামলাজট নিরসনে অতিরিক্ত বিচারক নিয়োগ করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।