বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ দেশের সকল মানুষ নির্যাতিত-নিপীড়িত। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। হত্যা-গুম-নির্যাতন এমন এক পর্য়ায়ে পৌঁছেছে যে, মানুষের কোনো অধিকার নেই। মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাকে শ্রমিক দলের সমাবেশ ভাবলে চলবে না। ভাবতে হবে- এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা। সুতরাং দেশনেত্রীর জনসভায় যত লোক হয়েছে, আমাদের তার চাইতে বেশি কর্মী সমাবেশ ঘটিয়ে সরকারকে বুঝিয়ে দেবে- সর্বোত্তম বৃহৎ জনসভা।
আগামী ১ মে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
নিউজ ২৪/২৮ এপ্রিল ২০১৬/মোহাম্মাদ ইউসুফ
Share!