লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ বলেছেন, “দেশে ভোট পদ্ধতি আজ অকার্যকরে পরিণত হয়েছে। ‘আমার ভোট আমি দেব যাকে ইচ্ছাতাকে দিব’- এ বাণী আজ মৃত।”চলমান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন প্রসঙ্গে শনিবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মুরাদনগর এলাকায় নির্বাচনী প্রচারে রেদোয়ান আহমেদ এসব কথা বলেন।রেদোয়ান আহমেদ ২০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সিরাজকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, অধ্যক্ষ আবুল কাসেম, উপাধ্যক্ষ মো. মনিরুল হক ভূঁঞা প্রমুখ।
“দেশে ভোট পদ্ধতি আজ অকার্যকরে পরিণত হয়েছে
Share!