রাজধানীর উপকণ্ঠ সাভারের পূর্ব রাজাশন এলাকায় কারখানা মালিকপক্ষের সঙ্গে সংঘর্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন।আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।শিল্প পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সাভার-বিরুলিয়া সড়কের পূর্ব রাজাশন এলাকায় ভিশন গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় গিয়ে ছুটি চান। ওই সময় মালিকপক্ষ ছুটি না দেওয়ায় শ্রমিকরা ওই কারখানায় ইটপাটকেল ছোড়ে। এরপর শ্রমিকরা পাশের হাইপয়েড, আজিম গ্রুপ, পাকিজা গ্রুপসহ বিভিন্ন কোম্পানির অন্তত ১০টি কারখানায় ভাঙচুর চালায়। এ সময় শ্রমিক ও মালিকপক্ষের লোকেদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক-মালিকপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনার পর ১০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে
সাভারে মালিকপক্ষের সঙ্গে সংঘর্ষে ১৫ শ্রমিক আহত
Share!