প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, সেই আদর্শ নিয়েই সরকার কাজ শুরু করেছে।আজ রোববার নয় জেলায় পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আজকে কিছুক্ষণ আগেই মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ ও দিনাজপুরে পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করা হলো। এই অঞ্চলের মানুষ, তাদের আর ঢাকা পর্যন্ত ছুটে আসতে হবে না। নিজের জায়গায় বসেই তারা পাসপোর্ট পেতে পারবে।’‘আর বাংলাদেশের মানুষকে যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, নিজের পায়ে দাঁড়াতে পারি, সেই আদর্শ নিয়েই কিন্তু আমাদের কাজ আমরা শুরু করি।’
বাংলাদেশের মানুষকে যেন হাত পেতে না চলতে হয়, বললেন প্রধানমন্ত্রী
Share!