মার্কিন প্রতিষ্ঠান অ্যাপেলের সহায়তা ছাড়াই যুক্তরাষ্ট্রের স্যান বার্নারদিনো হামলায় জড়িত বন্দুকধারীর আইফোন আনলক করতে সক্ষম হয়েছে এফবিআই। একই সঙ্গে, এই কাজে সহায়তা করতে অ্যাপেলকে দেয়া আদালতের নির্দেশও তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়।গত ডিসেম্বরে স্যান বার্নারদিনোয় বন্দুক হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে দুই জঙ্গি রিজওয়ান ও তার স্ত্রী তাশফিন মালিক। যদিও, সেসময় পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় তারা।নিহত রিজওয়ানের আইফোনের তথ্য পেতে এফবিআই এর পক্ষ থেকে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলকে অনুরোধ করা হলেও তাতে সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি। এমনকি এফবিআইকে সহায়তা করতে অ্যাপেলের প্রতি নির্দেশনা জারি করে আদালত। পরবর্তীতে অ্যাপেলের সহায়তা ছাড়াই নিজস্ব প্রযুক্তিতে আইফোন আনলক করার পদ্ধতি বের করে এফবিআই।
আইফোন আনলক করলো এফবিআই অ্যাপেলের সহায়তা ছাড়াই
Share!