ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হবে দুই দল।
চার ম্যাচে দুই জয় পেয়ে পয়েন্ট টেবিলে চারে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ দুই ম্যাচে জয় পেয়ে ফুরফুরে হায়দ্রাবাদ। বল হাতে মুস্তাফিজ আর ব্যাট হাতে ফর্মে রয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।চলতি আইপিএলে সবচেয়ে ইকোনোমি বোলার কাটার বিশেষজ্ঞ মুস্তাফিজ। মুস্তাফিজের সঙ্গে দারুণ ছন্দে আছেন পেসার ভুবেনেশ্বর কুমার এবং বারিন্দার স্রান।এদিকে, চার ম্যাচে তিনটাতেই হারের লজ্জা পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পয়েন্ট টেবিলে ৮ নম্বরে অবস্থান করছে ডেভিড মিলারের পাঞ্জাব।ফর্মহীনতায় ভুগছেন দলের বড় তারকা মিলার এবং ম্যাক্সওয়েল। দলে নেই ইনজুরি সমস্যা। তাই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা দুই দলের।
রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি মুস্তাফিজের সানরাইজার্স
Share!