Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

যৌনকর্মে অস্বীকৃতি জানানোয় ২৫০ নারীকে হত্যা করল আইএস

বিশ্বের ৭০টিরও বেশি দেশের নাগরিকরা ইরাক-সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসে যোগ দিয়েছে বলে জানিয়েছে একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান। এদিকে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠীটির ৫০ কোটি মার্কিন ডলার ধ্বংস করে দেয়ার দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। এরই মধ্যে কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকের মসুলে যৌনকর্মে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ২৫০ নারীকে প্রকাশ্যে হত্যা করেছে আইএস।ইরাকের মসুলের দক্ষিণাঞ্চলীয় হাজ আলি এলাকায় তুমুল লড়াই চলছে আইএস জঙ্গি ও ইরাকি যৌথ বাহিনীর মধ্যে। প্রাণ বাঁচাতে পরিবার পরিজন নিয়ে সেখান থেকে পালিয়ে আসছেন অনেকেই। মাখমুর জেলায় পাঁচশো পরিবার ইতোমধ্যে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। পালিয়ে এসে অনেকেই গণমাধ্যমের কাছে তুলে ধরেন জঙ্গিদের ভয়াবহতা ও নিষ্ঠুরতার চিত্র।এক ব্যক্তি বলেন, ‘নিরাপত্তা বাহিনীকে অনেক ধন্যবাদ আমাদের নিরাপদে আসতে দেয়ার জন্য। মসুলে জঙ্গিরা ত্রাস আর ভয়ের রাজত্ব কায়েম করছে। ওরা ধ্বংস হোক।’এক যুবক বলেন, ‘ওরা যা করছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আগে সবকিছুই ঠিকঠাক ছিলো। কিন্তু আইএস আসার পর থেকেই সবকিছু বদলে যায়।’মসুলের কাছ থেকে এই অধিবাসীরা পালিয়ে আসতে পারলেও অবরুদ্ধ শহরটিতে এখনো আটকে থাকা অনেকের ভাগ্য অতটা ভালো নয়। বৃহস্পতিবার কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র সাঈদ মামুজিনি জানান, গেল কয়েকদিনে মসুলে যৌনকাজে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় আড়াইশো নারীকে প্রকাশ্যে হত্যা করেছে জঙ্গিরা। অনেককে পরিবারসহও হত্যা করা হয়। ২০১৪ সালের আগস্টে ৫০০ ইয়াজিদি নারীকে অপহরণ করে মসুলে নিয়ে যায় আইএস।এদিকে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠীটির ৫০ কোটি মার্কিন ডলার ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এছাড়া চলতি মাস পর্যন্ত জঙ্গিরা দখলকৃত এলাকার ৪০ শতাংশের নিয়ন্ত্রণ হারিয়েছে বলেও জানান মার্কিন কর্মকর্তারা।এরই মধ্যে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কমব্যাটিং টেরোরিজম সেন্টার বলেছে, বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে নাগরিকেরা আইএসে যোগ দিয়েছে। গত মাসে আইএসের পক্ষত্যাগী এক ব্যক্তি প্রায় ১১ হাজার নথি মার্কিন সংবাদমাধ্যম এনবিসির কাছে হস্তান্তর করে। সেগুলো যাচাই-বাছাই করে এ তথ্য প্রকাশ করে ওই গবেষণা প্রতিষ্ঠানটি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top