যাত্রীভোগান্তি বিবেচনায় গত তিন দিন ধরে চলা নৌ শ্রমিকদের ধর্মঘটের আওতামুক্ত যাত্রীবাহী লঞ্চগুলো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে।শনিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন রুটের বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ টার্মিনাল থেকে যথাসময়ে ছেড়ে যায়। সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকাসহ ১৫ দফা দাবিতে আজ তৃতীয় দিনের মত সারা দেশে ধর্মঘট পালন করছে নৌ-শ্রমিকরা।তবে যাত্রীভোগান্তি বিবেচনায় আজ থেকে ধর্মঘট আংশিক প্রত্যাহার করে শুধুমাত্র যাত্রীবাহী লঞ্চ চালানোর ঘোষণা দেন তারা। ফলে গত তিনদিনের ভোগান্তি শেষে আজ স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মাঝে।
Share!