ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।এতে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, দুপুর ১টায় ওই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের মাঝে প্রচারণা নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।এ ঘটনায় ১০জন আহত হলে পুলিশ ১জনকে আটক করে। এসময় ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ থাকলেও পরে ভোটগ্রহণ শুরু হয়।ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ওই ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হয়।
ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
Share!