হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে শ্যাম্পুর ভেতরে আনা ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান।শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, শুক্রবার মাঝরাতে প্যান্টিন শ্যাম্পুর দু’টি বোতলে ৪৬২ গ্রাম স্বর্ণের দু’টি স্টিক উদ্ধার করা হয়। শ্যাম্পুর বোতল দু’টি কুয়ালালামপুর থেকে আসা যাত্রী শেখ রনি আহমেদের লাগেজ থেকে উদ্ধার হয়। তিনি গোপালগঞ্জের আয়নাল হক শেখের ছেলে।এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
Share!