রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শালবাগান এলাকায় পেছন থেকে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক রেজাউল করিম প্রতিদিন বাসা থেকে বের হয়ে শালবাগান মোড়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতেন। অন্যান্য দিনের মতো আজ সকালে নাস্তা করে বিশ্ববিদালয়ে যাওয়ার উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। মাত্র ১০০ গজ দূরে শালবাগান মোড়ের গলির মধ্যে দুর্বৃত্তরা তাঁকে পেছন থেকে কুপিয়ে হত্যা করে মৃত্য নিশ্চিত করে পালিয়ে যায়। তাঁর ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে বলে জানান নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।নিহত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তাঁর স্ত্রী হোসনে আরা শিরা গৃহবধূ।অধ্যাপক রেজাউলের দুই ছেয়েমেয়ে। ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। মেয়ে রেজোয়ানা হাসিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী।শেষ খবর পাওয়া পর্যন্ত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাবির অধ্যাপককে গলা কেটে হত্যা
Share!