স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কোনো অস্তিত্ব নেই। তবে দেশি জঙ্গি রয়েছে। অনেক দিন ধরেই দেশি জঙ্গিরা সক্রিয় ছিল। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধন উপলক্ষে এক সমাবেশ হয়। সমাবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখিত কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের তৎপরতায় জঙ্গিদের কার্যক্রম নিয়ন্ত্রণে আছে। কোথাও তাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হচ্ছে না। মন্ত্রী বলেন, কত হাজার জঙ্গি সক্রিয় আছে, তার সঠিক তথ্য সরকারের কাছে নেই। তবে যারা এই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত, তারা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট কারণেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা যখন কাউকে গ্রেপ্তার করি, তখন কোনো না কোনো সুনির্দিষ্ট কারণেই গ্রেপ্তার করি। তিনি নিজেও স্বীকার করেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তবে তদন্ত অবস্থায় আমি এর বেশি কিছু বলতে চাইছি না। তদন্ত শেষ হলে শিগগিরই উনার সংশ্লিষ্টতার কথা বের হয়ে আসবে।’সাইবার নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাইবার ক্রাইম যাতে না হয়, সে জন্য আমরা একটি ইউনিট করেছি। সেই ইউনিটে প্রশিক্ষিত অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে অপরাধ দমনে ইউনিটটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে।’তনু হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। শিগগিরই হত্যার রহস্য উন্মোচিত হবে।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নতুন ভবন উদ্বোধন করেন। পরে তিনি নবনির্মিত নাগরপুর থানা ভবনের উদ্বোধন করেন। পরে উপজেলা মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন। ওই সময় আরো বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন, মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
দেশে আইএস নেই, জঙ্গি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
Share!