খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভায় এক রশিতে মা ও ছেলের মৃত্যুর ঘটনায় লাশ ময়নাতদন্ত শেষে আজ বুধবার বিকেলে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। এতে নিহত মা হোসনে আরার নাম রয়েছে। মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, নিহত মা হোসনে আরা বেগম চিরকুটে লিখেন, ‘বাঁচতে চেয়েও বাঁচতে পারলাম না আমি ও আমার ছেলে।… আমি ও আমার ছেলে জাহেদুলকে যেন এক সাথে কবর দেওয়া হয় এবং পোস্টমর্টেম করা না হয়।’ ওসি জানান, দুজনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে নিহত হোসনে আরা বেগমের মা ছানোয়ারা বেগম বাদী হয়ে থানায় হোসনে আরার স্বামী ইয়াসিনকে আসামি করে মামলা করেছেন। ইয়াসিন পলাতক রয়েছেন।গত মঙ্গলবার বিকেলে মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রমিজ কেরানিপাড়ায় একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
একই রশিতে মা-ছেলের মৃত্যু
Share!