জ্যেষ্ঠতা ও ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ডিপ্লোমা বেকার নার্সরা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে তারা এ দাবি পুনর্ব্যক্ত করেন।এ সময় তারা জানান, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও নার্সদের দাবি বাস্তবায়ন হয়নি বরং পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন অনেকে।এছাড়া, তেরো হাজার সাতশ’রও বেশি পদে নিয়োগের জন্য সরকারি কর্ম-কমিশনের দেয়া বিজ্ঞপ্তি বাতিল করারও দাবি জানান আন্দোলনকারীরা।পরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি পেতে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
Share!