মাদারীপুরে এক তরুণীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বড় ভাইকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, ৫ বছর ধরে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পাশের রাজৈর উপজেলার উত্তরপাড়া গ্রামের স্কুল শিক্ষক শিশির কীর্ত্তনীয়ার। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে শিশির কীর্ত্তনীয়া।পরে বিয়ের দাবিতে, গত ১৪ এপ্রিল শিশির কীর্ত্তনীয়ার বাড়িতে যায় ওই তরুণী। এরপর তাকে আটকে রেখে টানা ৫ দিন ধরে শারীরিক নির্যাতন চালায় ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশ। একইসঙ্গে শিক্ষক শিশির কীর্ত্তনীয়ার বড় ভাই বিদ্যুৎ কীর্ত্তনীয়াকে আটক করা হয়।
নির্যাতনের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে
Share!