নওগাঁয় এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা না নিয়ে পুলিশ উল্টো মারধর করেছে বলে অভিযোগ কিশোরীর পরিবারের।
স্বজনদের অভিযোগ, গত ১৭ এপ্রিল রাতে নির্যাতিতা কিশোরীকে ওয়াসিম ও গৌতম নামে দুই বখাটে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে ধর্ষণের কথা জানালে, ১৮ এপ্রিল মহাদেবপুর থানায় মামলা করতে যায় পরিবার। এসময় পুলিশ মামলা না নিয়ে উল্টো কিশোরীর মাকে মারধর করে বলে অভিযোগ করেন তারা।এদিকে, মারধরের কথা অস্বীকার করে পুলিশ জানায়, অভিযুক্ত ওয়াসিম ও গৌতমের উপস্থিতিতে, কিশোরী ধর্ষণের কথা অস্বীকার করায় মামলা নেয়া হয়নি।
Share!