রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক জানান, তারাগঞ্জ উপজেলার ইকরচালি এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ছয়জন। পরে আরো দুজনের মৃত্যু হয়। তিনি আরো জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।
এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
Share!