কুড়িগ্রামের রৌমারী সীমান্তের মোল্লার চরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনসের আলী (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।মনসের আলীর বাড়ি রৌমারীর বামনের চর পশ্চিমপাড়া গ্রামে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলামের ভাষ্য, মনসের গরু পাচারকারী ছিলেন। বিএসএফের গুলিতে তিনি নিহত হন। আজ রোববার ভোরে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Share!