বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিখোঁজ এই নেতাকে ফিরে না পেলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।আজ রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।সংগ্রাম পরিষদের নেতা ছাড়াও মানববন্ধনে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিলেটে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে ইলিয়াস আলীকে সরকারই গুম করিয়েছে। সে জন্যই নিখোঁজের চার বছরেও তাঁর কোনো সন্ধান দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ইলিয়াস আলীকে অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। বক্তারা আরো বলেন, ইলিয়াস আলীর নেতৃত্ব ও কর্মদক্ষতায় ভীত হয়েই সরকার তাঁকে গুম করিয়েছে। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তাঁরা নিখোঁজ।
ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত
Share!