অতিরিক্ত মদ্যপানে যশোরে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে শেখহাটি গ্রামে এ ঘটনা ঘটে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনের বরাত দিয়ে বার্তা সংস্থা উইএনবি এ তথ্য জানায়। মৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন আনার। তিনি শেখহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। ওসি ইলিয়াস হোসেন জানান, গতকাল রাতে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন আনোয়ার। পরে তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
Share!