বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ‘যায় যায় দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার (ডিসি) মারুফ আহমেদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।মারুফ আহমেদ জানান, ২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। তবে কখন, কোথা থেকে এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।এদিকে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।ড. সাখাওয়াত হোসেন সায়ান্থ নামে শফিক রেহমানের এক ঘনিষ্ঠজন ইউএনবিকে জানান, সকাল ৮টার দিকে সাদা পোশাকের তিন পুলিশ সদস্য বিশিষ্ট এই সাংবাদিকের বাসায় ঢোকেন। তাঁরা নিজেদের বৈশাখী টেলিভিশনের সাংবাদিক বলে পরিচয় দেন। এরপর শফিক রেহমানকে আটক করে নিয়ে যান তাঁরা।
দৈনিক ‘যায় যায় দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রহমান গ্রেপ্তার
Share!