পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আবদুল্লাহ টিলা এলাকায় আবারও আগুন লেগেছে। আজ বুধবার সকালে লাগা আগুন ছড়িয়ে পড়েছে বনের বিশাল এলাকাজুড়ে। গহিন বনে এখন দাউদাউ করে আগুন জ্বলছে।আগুন নিয়ন্ত্রণে আনতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুরে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, নাংলী ক্যাম্পের বনের আবদুল্লার টিলা এলাকার আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের উদ্দেশে বনপ্রহরী ও ফায়ার সার্ভিসকে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডস্থল দুর্গম পথ হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে।সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে।এর আগে গত ২৮ মার্চ সুন্দরবনের গহিনে আগুন লাগে। জেলেদের অসতর্কতাবশত ফেলা বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে সেই অগ্নিকাণ্ড হয় বলে জানায় বন বিভাগ।
সুন্দরবনে আগুন
Share!