Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ঢাকায় পানি সংকট থাকবে এক বছর

রাজধানীর পানি বিতরণ সংস্থা ওয়াসার পানি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকায় পানি সংকট দূর হতে এক বছর লাগবে বলেও জানানো হয়েছে।আজ বুধবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনিম এ খান।খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখন থেকে ওয়াসার পানি বিক্রি করা যাবে না। এই পানি বিক্রির সুযোগ নিয়ে একটি দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়। এবং ওয়াসার কিছু কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়িয়ে পড়েন।মন্ত্রী আরো বলেন, ‘যেখানে পানির সংকট, সেখানে ওয়াসার দায়িত্ব হলো পানি পৌঁছে দেওয়া। এখন যে পানি সংকট আছে ঢাকায়, এটা দূর হতে আরো এক বছর সময় লাগবে। পানি সংকটের কারণ আমরা উদঘাটন করতে পেরেছি। এখন সমাধানের লক্ষ্যে কাজ চলছে। আমাদের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে নতুন পাম্প স্থাপন, পুরোনো পাম্পের উত্তোলন ক্ষমতা বাড়ানো এবং এগুলো মেরামত করা। এগুলো শেষ হতে এক বছর লাগবে। এরপর পানি সংকট থাকবে না।’স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ঢাকায় ভূতলের (আন্ডারগ্রাউন্ড) পানির ব্যবহার ৭০ শতাংশ এবং শোধনাগারের মাধ্যমে ভূপৃষ্ঠের পানির ব্যবহার ৩০ শতাংশ। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা উল্টে ফেলব।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top