রাজধানীর বনানীর রেল স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুই জনের পরিচয় জানা যায়নি। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে নিহত হন তারা। তাদের বয়স আনুমানিক ৩৬-৪০ বছর।
Share!