সাতক্ষীরায় চোরাই চন্দনকাঠসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় এক বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়।গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের খুলনা মোড় থেকে ৬৮ কেজি ওজনের ছয় টুকরো চন্দন কাঠসহ আটক করা হয় ওই দুই ব্যক্তিকে ।আটক বিদেশি ব্যক্তি চীনের নাগরিক । তাঁর নাম মি. উ ইউ জন। এ ছাড়া আটক বাংলাদেশি ব্যক্তির নাম মিকাইল হোসেন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে।ভারত থেকে চোরাপথে বাংলাদেশে আনার পর তা রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ।সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. ইনামুল হক জানান, গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে জানা যায়, একজন বিদেশি ও একজন বাংলাদেশি নাগরিক একটি কার্টনে করে বিপুল চন্দন কাঠ পাচার করছে। পরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জার গিফারি ও জুলফিকার আলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল শহরের খুলনা মোড়ে অবস্থান নেয়। সেখানে ঢাকামুখী নৈশ পরিবহন কোচের অপেক্ষায় থাকা একজন চীনা নাগরিকসহ দুজনকে চ্যালেঞ্জ করেন তাঁরা । পরে তাঁদের লাগেজ ও কার্টনে তল্লাশি চালিয়ে ওই কাঠ জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ইনামুল হক তাঁদের বরাত দিয়ে আরো জানান চীনা নাগরিকসহ এই দুই চোরাচালানি সাতক্ষীরা শহরের কাটিয়া চৌধুরীপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তাঁরা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে চন্দনকাঠ পাচার করে তা বাংলাদেশে বিক্রি করে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।ইনামুল হক জানান, চীনের নাগরিক উ ইউ জন বাংলাদেশে অবস্থানের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বিনা পাসপোর্টে বাংলাদেশে অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ। এজন্য বাংলাদেশে অনুপ্রবেশ করে অবৈধভাবে অবস্থানের অভিযোগে চীনা নাগরিক উ ইউ জনের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা হয়েছে। এ ছাড়া ভারতীয় চন্দনকাঠ পাচারের অভিযোগে তাঁদের দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরো একটি মামলা হয়েছে।
সাতক্ষীরায় চন্দন কাঠ জব্দ, চীনের নাগরিকসহ দুজন আটক
Share!