অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ-আসাম সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ বুধবার আসামের ধুলিয়াজানে এক নির্বাচনী প্রচারে গিয়ে রাজনাথ সিং এ ঘোষণা দেন।ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুপ্রবেশ বন্ধে ভারতের কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। এদিন নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ ইস্যুতে আসামের কংগ্রেস সরকারকে দায়ী করে রাজনাথ বলেন, আসাম রাজ্যকে একবারে ধ্বংস করে দিয়েছে কংগ্রেস।রাজনাথ সিং দাবি করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আসাম রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ধারাবাহিকভাবে চলে আসছে। তিনি আরো বলেন, ‘কয়েক মাস আগেও আমি বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শন করেছিলাম এবং বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনাও করেছি।’রাজনার্থ সিং আরো বলেন, ‘আমরা আসামের বাংলাদেশ-ভারত সীমান্ত সিল করে দেব, যাতে কোনো অনুপ্রবেশের ঘটনা আর না ঘটে।’১২৬ আসন বিশিষ্ট আসাম বিধানসভার প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে আগামী ৪ এপ্রিল।
বাংলাদেশ-আসাম সীমান্ত বন্ধের ঘোষণা
Share!