নারায়ণগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরের দিকে শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুলাল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) লোকমান জানান, আজ দুপুরে ওই এলাকায় ধর্ষণের সময় শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এরপর ঘটনাস্থল থেকে তারা দুলালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
Share!