Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রাহাত হত্যায় ৩ জনের ফাঁসির রায়

শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।ফাঁসির দ-প্রাপ্তরা হলেন শেরপুর সদরের বয়ড়া পরাণপুর গ্রামের মতিউর রহমানের ছেলে অপহৃত শিশুর খালু মো. আবদুল লতিফ (২১), লতিফের বন্ধু একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রবিন মিয়া (২০) এবং হেরুয়া নিজপাড়া গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে মো. আসলাম বাবু (২২)।এ তিনজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি হলেন নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. ইমরান হাসান (২১)।এই দ-িতকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২ আগস্ট শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রাহাতকে (৮) অপহরণ করে মুক্তিপণ দাবি করে তার খালু আবদুল লতিফ ও তার তিন বন্ধু। ৪ আগস্ট তিনজনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা।অপহরণের ছয় দিন পর নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কসংলগ্ন পাহাড় থেকে রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। লতিফসহ চার আসামি গ্রেপ্তার হওয়ার পর আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।তদন্ত শেষে পুলিশ ২৯ নভেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর গত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায় বিচারিক আদালত।আট কার্যদিবসে মোট ২৭ জনের সাক্ষ্য শোনার পর আদালত এ মামলার রায় ঘোষণা করল।রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন ট্রাইব্যুনালের পিপি কিবরিয়া বুলু, সাখাওয়াত উল্লাহ তারা, পঙ্কজ নন্দী। আসামিপক্ষে ছিলেন হাইকোর্টের আইনজীবী আবদুছ সোবাহান তরফদার, নারায়ণ চন্দ্র হোড় ও আবদুর রউফ মিয়া।
নিহত রাহাত শেরপুর শহরের গৃদানারায়ণপুর এলাকার কাঠের আসবাবপত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকন ও রীনা বেগম দম্পতির ছেলে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top