কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্বৃত্তরা সুজন শিকদার (২৭) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাতবাড়িয়া গোরস্তানসংলগ্ন একটি লিচু বাগান থেকে পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। সে কুষ্টিয়া সদর থানার জগতি এলাকার মৃত মুনজিল আলীর ছেলে।পুলিশ জানায়, নিহত সুজন শিকদার কুষ্টিয়া শহরের এমদাদুল হকের অটোরিকশা ভাড়ায় চালাতেন। সোমবার রাতে যাত্রীবেশে দুর্বৃত্তরা অটোরিকশাটি ভাড়া নিয়ে ভেড়ামারার দিকে যাচ্ছিল। এরপর কৌশলে তাকে সাতবাড়ীয়া গোরস্তানসংলগ্ন নির্জন এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। অটোরিকশার মালিক এমদাদুল হক জানান, রোববার দুপুর ১টার দিকে কারখানা থেকে গাড়ি নিয়ে বের হয় সুজন। সে মোবাইল ব্যবহার করত না বলে তার সর্বশেষ অবস্থান সম্পর্কে তিনি জানতে পারেননি। সকালে ভেড়ামারা থানা পুলিশ সুজন নিহত হওয়ার খবর দেয়। থানা পুলিশের এসআই শহীদুল্লাহ জানান, দুর্বৃত্তরা কৌশলে গোরস্তান এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুজন শিকদারকে হত্যা করে লাশ ফেলে রাখে। পরে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মেহেবুল ইসলাম (২৮) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর জামতলা মাঠ থেকে পুলিশ তার হাত ও পা বঁধা লাম উদ্ধার করে। নিহত মেহেবুল বগুড়া শহরের মালগ্রাম কলেজপাড়ার আব্দুর রহমানের ছেলে। তিনি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। পুলিশ জানায়, রাতে দুর্বৃত্তরা হাত ও পা বেঁধে বুকে ছুরিকাঘাত করে মেহেবুলকে হত্যা করে। পরে মৃতদেহ রাস্তার পাশের একটি মাঠে ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন। তবে হত্যাকা-ের কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করেছে। এ ব্যাপারে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ভেড়ামারায় দুই যুবককে কুপিয়ে হত্যা
Share!