মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কর্তৃক সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গায় তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই সরকারকে বলবো অনতিবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর সেটি করতে ব্যর্থ হলে গণঅভ্যুত্থানের চেয়েও ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
Share!