সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর পক্ষ থেকে আইনমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর সম্মানিত আহ্বায়ক আল্লামা নূর হোছাইন কাসেমীর স্বাক্ষরিত স্মারকলিপিটি গতকাল রোববার বেলা ১১ টায় ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আইনমন্ত্রীর দফতরে প্রদান করেন। প্রতিনিধি দলে যারা ছিলেন: হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আইন বিষয়ক সম্পাদক মাওলানা আবু জাফর কাসেমী, যুগ্ম সদস্যসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, ফজলুল করীম কাসেমী, আহমদ আলী কাসেমী, মাও. মুফতী ফখরুল ইসলাম, সদস্য, মাও. শরীফুল্লাহ ও সুলতান মহিউদ্দীন।
রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবি
Share!