কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতঘড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই বছির উদ্দিন জানান, লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় লোকটি ওই এলাকায় ঘোরাফেরা করতো।
Share!