প্রায় খেলতে খেলতেই সন্তানের জন্ম দিলেন এক টিনএজার ভলিবল খেলোয়াড়। গত বুধবার ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে।অনূর্ধ্ব ১৮ পর্যায়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ওই কিশোরী। সবার আড়ালে জিমন্যাশিয়ামের টয়লেটে সন্তান প্রসব করেন তিনি। সদ্যোজাতকে সেখানেই রেখে এরপর খেলতেও শুরু করেন। পরে ওই সদ্যোজাতকে দেখতে পান এক মহিলা। তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাতৎ জিমন্যাশিয়াম থেকে রক্ত বেরোতে দেখেন। তখনই বিষয়টি সকলের নজরে আসে।
Share!