সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল আছে এবং বহাল রাখতে হবে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করা হলে সারা দেশ অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ জুমা জনতার ঢল নামে। শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা এলাকা।বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা এদেশের শান্তিপ্রিয় ঈমানদার মুসলমানদের ঈমান রক্ষার আন্দোলন। মুক্তিযুদ্ধের সময় দেশরক্ষা ও দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য এ দেশের মানুষ যেভাবে অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল, ঠিক রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষায়ও তৌহিদী জনতা তাজা খুন ঢেলে দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। দেশের ৯৫ শতাংশ মুসলমানের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধানে বহাল রাখতে হবে। ৯৫ শতাংশ মুসলমানের ধর্মীয় আবেগ, অধিকার ও মূল্যবোধের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নিলে তৌহিদী জনতা তা প্রতিহত করার জন্য যা যা করা দরকার সবকিছুই করতে প্রস্তুত রয়েছে। সুতরাং ধর্মদ্রোহীদের পক্ষ থেকে করা তথাকথিত রিট খারিজ করে তৌহিদী জনতার অনুভূতির পক্ষে অবস্থান নিন। অন্যথায় আল্লাহর গজবে সবকিছু তছনছ হয়ে যাবে এবং তৌহিদী জনতার উত্তাল তরঙ্গে সরকার ভেসে যাবে। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক আল্লামা নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক আল্লামা আবুল কালাম আযাদ, যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান ইসলামী ঐক্যজোট এডভোকেট মাওলানা আব্দুর রাকীব, মহাসচিব খেলাফত মজলিস ড. আহমদ আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক হেফাজতে ইসলাম মাওলানা আব্দুর রব ইউসূফী, হাকীম আব্দুল করীম খান, সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফীকুদ্দীন, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুজিবুর রহমান হামিদী, শেখ গোলাম আছগর, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুফতি আযহারুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুস সাত্তার, মাওলানা আলী আকবর, মাওলানা শরীফুল্লাহ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুহা. ফয়সাল, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুতিউর রহমান গাজীপুরী প্রমুখ।এদিকে লালবাগে আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, ‘কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেয়ার পর এখন রাষ্ট্রধর্ম ইসলামও বাদ দেয়ার পাঁয়তারা করছে। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে এই ঘৃণ্য পদক্ষেপ মুসলমানদের ঈমানহারা করার সাম্রাজ্যবাদী এজেন্ডা। এর মাধ্যমে মুসলমানদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার হরণ করা হচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা ও জাতীয় ঐক্য ধ্বংস করা হচ্ছে।’হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘কোনো রাজনৈতিক কারণে নয়, বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের ঈমান রক্ষার তাগিদেই আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। আশা করি, সরকার জেনেশুনে এই আত্মঘাতী ফাঁদে পা দেবে না।’সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আবুল কাসেম, মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা রেজাউল করীম, মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আসলাম রহমানী প্রমুখ।এর আগে লালবাগ শাহী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শায়েস্তা খান রোড, হরনাথ ঘোষ রোড, উর্দুরোড প্রদক্ষিণ করে পুনরায় চাঁনতারা মসজিদে গিয়ে শেষ হয়।এছাড়াও ঢাকায় খেলাফত মজলিস, হুসনুল কুরআন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হলে দেশ অচল করে দেয়ার ঘোষণা
Share!