‘এভাবেও ম্যাচ হারা যায়?’_ বিস্ময়ে অনেকেরই মনে খেলে গেছে কথাটা। বিস্ময় নিয়ে ক্রিকেট বিশ্ব দেখল, কেমন করে জেতা ম্যাচটা ভারতের হাতে তুলে দিয়ে এলেন মুশফিক আর মাহমুদউল্লাহ। উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে ২০তম ওভারের চতুর্থ আর পঞ্চম বলে দুজন আউট হলেন এক-এক করে। শেষ বলে রানটা পূর্ণ করতে পারলেন না মুস্তাফিজ। তাতে ম্যাচটা সুপার ওভারে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গেল। ১ রানের পরাজয় লেখা হলো বাংলাদেশের নামে, যে পরাজয় এবারের টি২০ বিশ্বকাপ থেকে মাশরাফি বিন মর্তুজার দলের আনুষ্ঠানিক বিদায়টাও লিখে দিয়ে গেল।
Share!