Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সারাদেশে সহিংসতা

ইউপি নির্বাচনে ভোট ডাকাতি রোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকায় সহিংসতা বেড়েই চলছে। ভোটকেন্দ্র দখল নিয়ে সরকারি দলের একাধিক প্রার্থীর মধ্যেই বেশিরভাগ সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিল, সংঘর্ষ, গোলাগুলি ও নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা ১৫তে উন্নীত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। ভোটকেন্দ্র দখল করে সিল মেরে বিজয়ীর ঘটনায় বরিশাল, ভোলা, পিরোজপুর, ময়মনসিংহ, কক্সবাজার, নোয়াখালী, নেত্রকোনাসহ দেশের অধিকাংশ স্থানেই নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত আছে। নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের মাঠ প্রশাসনের উপরে একেবারেই কোন নিয়ন্ত্রণ নেই। নির্বাচন চলছে পুলিশ, প্রশাসন ও স্থানীয় সরকারদলীয় নিয়ন্ত্রণে।   : ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যানের কর্মীরা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহিন আলম জানান, বুধবার সকাল থেকে তিনি চেয়ারম্যান বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সুফিয়া স্টোরে বাণিজ্যিক কাজে ব্যস্ত ছিলেন। সকাল সাড়ে ৯টায় বিজয়ী চেয়ারম্যান সেলিম হাওলাদারের সমর্থক আ’লীগ কর্মীরা শাহিন আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে তেলের ড্রাম কুপিয়ে তেল ফেলে দেয়। : এসময় তারা নগদ অর্থ লুট করে বলেও শাহিন আলম জানান। বিষয়টি তিনি শশীভূষন থানার ওসি আবুল বাশারকে জানিয়েছেন বলে জানান। বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে কয়েকজন বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা বসতঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, নির্বাচনে কারচুপির অভিযোগে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পরাজিত সোবাহান হাওলাদারের নেতৃত্বে তার সমর্থক ও আত্মীয়স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে। এতে রাত সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে দূরপাল্লার শতাধিক বাস। চাদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামে পরাজিত সদস্য প্রার্থী লালু সরদার অভিযোগ করেন নির্বাচিত মো. রাসেল তার সমর্থকদের নিয়ে তার (লালু সরদার) সমর্থক কবির সিকদার (৪০) ও শাহীন আকন (৩৫)কে কুপিয়ে জখম করেছে। : নলচিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দণি পিঙ্গলাকাঠী (হাজিপাড়া) গ্রামে পরাজিত সদস্য প্রার্থী জাকির হোসেন হাওলাদার অভিযোগ করেন, বুধবার সকাল আটটার দিকে বিজয়ী প্রার্থী বিএনপি নেতা আলীম হাওলাদার ও তার সমর্থক জামাল খন্দকারের নেতৃত্বে তাদের ৫০-৬০ জন সমর্থক সশস্ত্র অবস্থায় তার (জাকির) বসতঘরসহ চাচা জলিল হাওলাদারের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুরসহ ব্যাপক লুটপাট করে। বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট, নৌকা প্রতীকে প্রকাশ্য সিল মেরে ৭টি ইউনিয়নেই আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয় লাভ করে। : জামালপুরের সরিষাবাড়ীতে খলিলুর রহমান বাবু (৩৫) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সরিষাবাড়ী মাইজবাড়ী সেতু এলাকায় এ ঘটনা ঘটে। বাবু পৌর এলাকা মাইজবাড়ী গ্রামের কালু ভূঁইয়ার ছেলে ও পৌর যুবলীগের সদস্য। রাতে বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বগুড়ার সারিয়াকান্দীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় জবেদ আলী ভূঁইয়া (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং চর শংকরপুর গ্রামের বাসিন্দা।   : ঝালকাঠি প্রতিনিধি জানান, সদর উপজেলায় এক ইউপি সদস্য প্রার্থীর ভাই আবুল কাশেম সিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নোয়াখালী প্রতিনিধি জানান, হাতিয়ার চরকিং বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে সংঘর্ষে সিরাজগঞ্জে একজনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন জেলায়ও সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। : নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু : কক্সবাজার : টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ-বিজিবির সঙ্গে আওয়ামী লীগের দু’গ্রুপের গোলাগুলিতে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। : সহিংসতায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু : এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোটকেন্দ্রের বাইরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত পাঁচজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাত আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হন। তারা হলেন সোলায়মান হাওলাদার (১৯), বেলাল মোল্লা (৩০), মোহাম্মদ সোহেল (২৫), শাহাদাত হোসেন (৩০) ও কামরুল মৃধা (২৫)। এদের মধ্যে তিনজনের বাড়ি মঠবাড়িয়ার বুড়িরচরে। আর বাকি দু’জনের বাড়ি পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণতালা গ্রামে বলে জানা গেছে। নিহত পাঁচজনই মঠবাড়িয়ার ধানীসাফা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের কর্মী। : সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দীপাঞ্চল পাল জানান, তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করতে যান। এ সময় আওয়ামী লীগের কর্মীরা বাধা দেন। একপর্যায়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি ছোড়া হয়। সাফা ডিগ্রি কলেজের সামনের রাস্তার পাশে অনেকটা জায়গাজুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। রাস্তার পাশের দোকানগুলোতে গুলির অসংখ্য চিহ্ন। এই দৃশ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের অধিবাসীরা মর্মাহত, হতভম্ব। তারা এমন সহিংসতা কখনো দেখেননি বলে জানিয়েছেন। ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার ওই ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হন। আহত হন কমপে ৩০ জন। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে নানা বয়সের মানুষের আনাগোনা দেখা যায়। তারা প্রথম আলোর কাছে তাদের প্রতিক্রিয়া জানান। ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের প থেকে দুটি কমিটি করা হয়েছে। নিহত পাঁচজনের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। পরিবারগুলো এখনো তাদের স্বজনদের লাশ পায়নি। ঘটনা সম্পর্কে স্থানীয় পঞ্চাশোর্ধ্ব মোফাজ্জল করিম বলেন, তিনি তার জীবদ্দশায় উপজেলায় এমন সহিংসতা দেখেননি। মোফাজ্জলের মতো স্থানীয় আরও কয়েক ব্যক্তি একই কথা জানালেন। প্রথম দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের দিন তুমুল সহিংসতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পৌর নির্বাচন, সিটি নির্বাচন এমনকি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আমরা সহিংসতা দেখেছি। জনগণ ও বিশ্ববাসী দেখেছে। নির্বাচনের এমন অরাজকতা আমরা চাই না। আমরা চেয়েছিলাম সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন। – See more at: http://www.dailydinkal.net/2016/03/24/24112.php#sthash.6ps6zTIh.dpuf
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top