মানহানির মামলায় মডেল মৌমিতা খান ঈশানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন।চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অভিনেতা প্রেম মানহানির অভিযোগে মামলাটি করেন। ওই দিন ঈশানাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু সমন পেয়েও আজ আদালতে হাজির না হওয়ায় বিচারক এ পরোয়ানা জারি করেছেন।মামলার আরজিতে বলা হয়েছে, ২০১৬ সালের ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিংয়ের সময় ঈশানা বাদীর অনুপস্থিতে তাঁকে নিয়ে কটূক্তি করেন। একই সঙ্গে নিজের ফেসবুকেও প্রেমকে নিয়ে একটি মানহানিকর স্ট্যাটাস দেন। এতে বাদীর মানহানি হয়েছে, তাই মামলাটি করেছেন।
ঈশানাকে গ্রেপ্তারের নির্দেশ
Share!