ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং চাইল্ড এন্ড ইয়ুথ ফিনেন্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশ চ্যাপটারের যৌথ উদ্যোগে এসিসিএ (থিংক হেড) এর সহযোগীতায় গ্লোবাল মানি উইক-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ লিডারশীপ টক গত মার্চ ২০, ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর মহাপরিচালক (প্রশাসন) জনাব কবির বিন আনোয়ার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম. ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাইল্ড এন্ড ইয়ুথ ফিনেন্স ইন্টারন্যাশনাল এর নেটওর্য়াক এ্যাডভাইজরি ম্যানেজার জনাব রেনে কারট্রিরো, এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজম্যান্ট (এপিএফএইচআরএম) এর সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন, লিডস্ কর্পোরেশন লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার জনাব রানা সোহেল এবং এসিসিএ (থিংক হেড) এর কান্ট্রি ডিরেক্টর মিস মহুয়া রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব কবির বিন আনোয়ার বলেন তরুণরাই জাতির ভবিষ্যৎ। গ্লোবাল মানি উইক উদযাপনের মধ্য দিয়ে তারা অর্থ উপার্জন, জীবন-জীবিকা, নিয়োগ-বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে সচেতন হয়। এমনকি নবীন উদ্যোক্তা হিসাবে গড়ে উঠার অনুপ্রেরণা পায়। গত ২০১৪ সালে বিশ্বের ১১৮টি দেশের ৪৯০টি প্রতিষ্ঠান এবং ৩০ লক্ষের ও অধিক লোক এই গ্লোবাল মানি উইকে অংশগ্রহন করে। ২০১৫ সালে আরো অধিক সংখ্যক দেশ, প্রতিষ্ঠান এবং তরুণ-তরুনী অংশগ্রহন করেছে এবং চলতি বছরেও সমান ভাবে তরুণ-তরুনী অংশগ্রহনের মাধ্যমে গ্লোবাল মানি উইকের কার্যক্রম আমাদের দেশের নতুন প্রজন্ম কে সঠিক ও সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
মুলত যুব সমাজকে সঞ্চয়ী, মিতব্যয়ী এবং উদ্যোক্তা তৈরিতে অনুপ্রাণিত এবং প্রশিক্ষিত করে তুলতে চিলড্রেন এন্ড ইয়ুথ ফাইন্যান্স এর বিশ্বব্যাপি গৃহীত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উদ্যোগে মার্চ ১৪-২০, ২০১৬ পর্যন্ত গ্লোবাল মানি উইক পলিত হয়েছে। ‘‘টেক র্পাট, সেভ স্মাট” এই স্লোগান নিয়ে আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে যাবে এবং সেই সাথে এগিয়ে যাবে বাংলাদেশ এটাই প্রত্যাশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবস্বিডিডটকম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গ্লোবাল মানি উইক ২০১৬ এর ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জনাব কে এম হাসান রিপন।
অনুষ্ঠানের শুরুতে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ইয়ুথ লিডারশীপ টক এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট এর সভাপতি জনাব কাজী এম. আহমেদ। ইয়ুথ লিডারশীপ টক পর্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাইফাই বাংলাদেশ এর সভাপতি মিস আমেনা হাসান এনা, টিম ইঞ্জিন এর পরিচালক মিস সামিরা জুবেরী হিসিকা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রিপ্রিনিয়রশীপ ডেভেলপম্যান্ট বিভাগের প্রধান জনাব সৈয়দ মারুফ রেজা, ব্রিল্যান্সার এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ শফিউল আলম, এটিএন বাংলার বিজনেস এডিটর মিস ইসমাত জেরিন খান, স্টুডেন্ট ফোরাম প্রেসিডেন্ট মিস ফারিহা খান এবং গেট ইন দ্যা রিং ন্যাশনাল ফাইনাল বিজয়ী ফুড ফর পিপল এর সিইও আতিকুর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ড্যাফোডিল পলিটেকনিক ইনিষ্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম. ইসলাম এর হাতে গ্লোবাল মানি উইক কান্ট্রি এ্যাক্সিলেন্স এ্যাওয়ার্ড তুলে দেন চাইল্ড এন্ড ইয়ুথ ফিনেন্স ইন্টারন্যাশনাল এর নেটওর্য়াক এ্যাডভাইজরি ম্যানেজার জনাব রেনে কারট্রিরো।