Friday , 10 January 2025
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই হাতে নতুন বই পাবে : শফিকুল আলম

ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই হাতে নতুন বই পাবে : শফিকুল আলম

ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই হাতে নতুন বই পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে নতুন বই যেত তিন থেকে চার মাস পর।

এবার ফেব্রুয়ারির মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে।’আগামী বছর থেকে জানুয়ারির ১ তারিখেই সবার হাতে বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার।

আর ট্রাফিকের বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে।এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top