টি২০ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অতীত যথেষ্টই সুখময়। এই ফরম্যাটে ৩বার টাইগারদের মুখোমুখি হয়ে প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। তবে অতীতের বাংলাদেশ আর এই বাংলাদেশ যে এক নয়, সেটা চোখে পড়েছে অজিদেরও। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লেহম্যানের কথায় তেমন ইঙ্গিতই মিলেছে। বাংলাদেশকে যথেষ্টই সমীহের চোখে দেখছে অজিরা।
Share!