এর আগে ২৮ মার্চ সম্মেলনের তারিখ নির্দিষ্ট করা হলেও গতকাল রোববার গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সম্মেলন পেছানোর কথা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি তুলে ধরে বলেন, জুলাইয়ের ২য় সপ্তাহের যে কোনো দিন সম্মেলন হতে পারে। এ ক্ষেত্রে প্রাথমিকভাবে ১০ জুলাই সম্মেলনের দিন ঠিক করা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে থাকা একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ৯ জানুয়ারি কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে ২৮ মার্চ সম্মেলনের দিন ঠিক করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর পরপরই নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। জুন মাস পর্যন্ত এই নির্বাচন চলবে কয়েক দফায়। উল্লেখ্য, আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল চার বছর আগে ২০১২ সালের ডিসেম্বরে। সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।
Share!