বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শান্তিহা ত্রিপুরাকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে রামজু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শান্তিহা ত্রিপুরা রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুর রহমান জানান, সোমবার ভোররাতে কয়েকজন দুর্বৃত্তরা শান্তিহা ত্রিপুরাকে বাসা থেকে ধরে, জঙ্গলে নিয়ে গুলি করে হত্যা করে। এ সময় তার বাড়িতেও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
Share!