খালেদা জিয়া বলেন, হ্যাকিং নয়, বাংলাদেশ ব্যাংকের টাকা সরকারের জ্ঞাতসারে চুরি হয়েছে । বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) ছেলেকে বাঁচাতে গভর্নরকে বলির পাঁঠা বানিয়েছেন। শনিবার রাতে বিএনপির জাতীয় কাউন্সিলের সমাপনী অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিদেশে বিষয়টি জানাজানি হয়ে গেলে গভর্নর ড. আতিউর রহমানকে বলির পাঠা বানানো হয়েছে। খালেদা বলেন, হ্যাকিং নয়, ব্যাংকের টাকা চুরি করা হয়েছে। কিন্তু বিদেশে জানাজানি হয়ে যাওয়ার পর ওই ভদ্রলোককে (ড. আতিউর) পদত্যাগ করিয়ে বলির পাঠা বানানো হলো।
প্রধানমন্ত্রী গভর্নরকে বলির পাঁঠা বানিয়েছেন: খালেদা জিয়া
Share!