নোয়াখালীতে কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ অন্তত ৩০টি বসত ঘর। শিক্ষক ও এলাকাবাসী জানায়, শনিবার ভোরে সদর উপজেলার বক্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘর ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে যায়। একইসঙ্গে বক্তাপুর গ্রামের বসত ঘরসহ অন্তত ৩০টি ঘর ঝড়ে ভেঙ্গে যায়। উপড়ে যায় বিদ্যুতে খুঁটিসহ গাছপালা। এতে গৃহহীন হয়ে পড়েছেন এলাকাবাসী।এদিকে, স্কুলঘর ভেঙ্গে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। দ্রুত স্কুল ঘরটি মেরামতের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
Share!