বাংলাদেশের বোলার আরাফাত সানিকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তুলে পরীক্ষার পর এ সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি। যদিও এ বিষয়ে এখন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এর সদস্য খালেদ মাহমুদ সুজন এ তথ্য জানিয়েছেন। একই অভিযোগে তাসকিন আহমেদের পরীক্ষা হলেও এখনও ফল জানা যায়নি।
Share!