বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল উদ্বোধন করেন খালেদা জিয়া।বিএনপির এবারের কাউন্সিলের স্লোগান- ‘দুর্নীতি-দুঃশাসনের হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’। কাউন্সিলের এবারের প্রতিপাদ্য, ‘মুক্ত করবোই গণতন্ত্র’। সকাল ১০টা ৩৫ মিনিটে কাউন্সিলে উপস্থিত হন খালেদা জিয়া। পৌনে ১১টায় জাতীয় পতাকা তুলে কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারপারসন। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন খালেদা জিয়া।বিএনপি নেতাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান।দুপুর ১২টার দিকে বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।কাউন্সিল উপলক্ষে ভোর থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসতে শুরু করেন দলের কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মীরা।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা বটমূলে হয়েছিল দলের প্রথম কাউন্সিল । ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় কাউন্সিল। দীর্ঘ আট বছর পর ১৯৮৯ সালের মার্চে অনুষ্ঠিত হয় তৃতীয় কাউন্সিল। আর চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয় হয় ১৯৯৩ সালে মানিক মিয়া এভিনিউতে। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয় পঞ্চম কাউন্সিল।
কাউন্সিলের উদ্বোধন করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া
Share!